১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৬

এজ কর্মসূচি চালু করছে স্যামসাং

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক :

দেশে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ‘স্যামসাং এজ বাংলাদেশ’ নামের একটি কর্মসূচি চালু করেছে স্যামসাং বাংলাদেশ। এ কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্যামসাংয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ দেবে প্রতিষ্ঠানটি। এ ছাড়া কর্মসূচির বিভিন্ন ধাপ পেরিয়ে স্যামসাং বাংলাদেশের মোবাইল ও কনজ্যুমার ইলেকট্রনিকস বিভাগে কাজ করার সুযোগ পাবেন শিক্ষার্থী।

স্যামসাং কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে বলেছে, এজ কর্মসূচি চার মাস ধরে পরিচালিত হবে। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার জন্য আবেদন যাবে ৭ ডিসেম্বর পর্যন্ত। বিস্তারিত স্যামসাং বাংলাদেশের ফেসবুক পাতায় জানা যাবে। উদ্ভাবনী গবেষক, স্যামসাং থিংক-ট্যাংক হিসেবে কাজ করবেন ব্র্যান্ড অ্যাম্বাসেডররা। স্যামসাংয়ের কারখানা পরিদর্শনের সুযোগ ও সনদ পাবেন তাঁরা।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ২৯, ২০১৭ ৪:২১ অপরাহ্ণ