১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৪

চিটাগংয়ের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে রাজশাহী

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টিতে বুধবার দিনের প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমেছে রাজশাহী কিংস।  লিগ পর্বে নিজেদের দশম ম্যাচ খেলতে নেমেছে রাজশাহী। আগের ৯ খেলায় ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে রয়েছে মুশফিকুর-স্যামির দল। অপরদিকে ৯ খেলায় ২ জয়ে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে সৌম্য-তাসকিনের চিটাগং।
রাজশাহী কিংস একাদশ : ড্যারেন সামি (অধিনায়ক), মুমিনুল হক, লুক রাইট, জাকির হোসেন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), জেমস ফ্রাঙ্কলিন, মেহেদি হাসান মিরাজ, উসামা মির, মোহাম্মদ সামি, মুস্তাফিজুর রহমান ও কাজী অনিক।
চিটাগং ভাইকিংস একাদশ : লুক রঞ্চি (অধিনায়ক), সৌম্য সরকার, আনামুল হক (উইকেটরক্ষক), ভ্যান জাইল, সিকান্দার রাজা, লুইস রিসি, তানভির হায়দার, নাইম হাসান, রায়াদ ইমরিত, সানজামুল ইসলাম ও তাসকিন আহমেদ।
দৈনিকদেশজনতা/ আই সি
প্রকাশ :নভেম্বর ২৯, ২০১৭ ৩:৪১ অপরাহ্ণ