আন্তর্জাতিক ডেস্ক:
কানাডার অন্টারিও প্রদেশে আগামী ১ জানুয়ারি ২০১৯ থেকে সর্বনিম্ন মজুরি হবে প্রতি ঘণ্টায় ১৫ ডলার। আর ১ জানুয়ারি ২০১৮ থেকে হবে ১৮ ডলার। স্থানীয় সময় গত বুধবার আনুষ্ঠানিকভাবে কানাডার অন্টারিও প্রদেশের আইনপ্রনেতারা শ্রম আইন পুনর্গঠন সংক্রান্ত এই বিলটি পাশ করে। বিলটি পাশ হওয়ায় নতুন আইন অনুযায়ী স্থায়ী ও অস্থায়ী বিবেচনায় কর্মচারীদের মজুরির পরিমাণে পার্থক্য করা যাবে না। এছাড়া কর্মীদের ছুটি ও অন্যান্য সুযোগসুবিধাও নতুন আইনে বাড়ানো হয়েছে।
সিবিএন জানিয়েছে, আগামী বছর পুনঃনির্বাচনের দৌড়ে এই বিলটি ক্ষমতাসীন লিবারেল পার্টির জন্য একটি প্রধান চালিকা শক্তি হিসেবেও কাজ করবে। প্রিমিয়ার ক্যাথলিন ওয়েন আসছে জুন ২০১৮ নির্বাচনের আগে অন্টারিওর জনগণের জন্য বেশ কিছু সুযোগসুবিধা দিচ্ছেন, যেমন- নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য টিউশন ফি ছাড়া পড়ালেখার ব্যবস্থা, চাইল্ড কেয়ার-এর আরও স্পেস তৈরি এবং তরুণদের জন্য অধিকতর স্বাস্থ্যসেবা।
ন্যূনতম মজুরির অতি বৃদ্ধি মোটাদাগে সরকারের জনপ্রিয়তা বাড়াবে, তবে ব্যবসায়িক দিক থেকে এটি প্রশ্নের জন্ম দিবে, কারণ ব্যবসায়ীরা মনে করছেন এত জলদি মজুরি বৃদ্ধি চাকরি হারানোয় প্রভাব ফেলবে। অন্টারিওর বিরোধী দল প্রগ্রেসিভ কনজারভেটিভ পার্টি ২০২২ সালে ন্যূনতম মজুরি ১৫ ডলার করার পক্ষে। খুব বেশিদিন আগের কথা নয় যখন প্রিমিয়ার ক্যাথলিনই স্বয়ং ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৫ ডলারের বিরুদ্ধে ছিলেন! বর্তমানে ন্যূনতম মজুরি ঘণ্টায় ১১.৬০ ডলার, আসছে জানুয়ারি ২০১৮ সালে যা হবে ঘণ্টায় ১৪ ডলার এবং ২০১৯ সালে হবে ১৫ ডলার। এরপর মুদ্রাস্ফীতির সাথে তাল মিলিয়ে তা আরও বাড়তে থাকবে।
দৈনিকদেশজনতা/ আই সি