১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৫

অব্যাহত নদী ভাঙনে আতংকগ্রস্থ মানুষ

দৈনিক দেশজনতা ডেস্ক: (ঢাকা, ১৮ মে’১৭)

খুলনার দাকোপ উপজেলার পাউবোর ৩টি পোল্ডারে অব্যাহত নদীভাঙন তার উপর অবৈধভাবে চলছে বালু উত্তোলন। লক্ষাধিক মানুষ আতংকগ্রস্থ।
উপজেলার পাউবোর ৩১,৩২,ও ৩৩ নং পোল্ডারের ২০টি স্থানে প্রচন্ড নদীভাঙন অব্যাহত রয়েছে। পাউবো কর্মকর্তাদের বহুবার দৃষ্টি আকর্ষন করার চেষ্টা করেছেন এলাকার জনপ্রতিনিধিরা কিন্তু কোনো সাড়া মেলেনি।

অতিশীঘ্র ভাঙন এলাকা সংস্কারের ব্যবস্থা না হলে আইলার মত পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশংকা রয়েছে যখন তখন। নদীভাঙনের কারণে আতংকে দিন কাটাচ্ছে দাকোপ উপজেলার উপকুল এলাকার প্রায় ১ লক্ষ মানুষ। এদিকে বর্ষাকাল যত এগিয়ে আসছে তত বৃদ্ধিপাচ্ছে পশুর, শিবসা, ঢাকি, মাদুরপল্টা, ঝপঝপিয়া, চুনকুড়ি, ভদ্রা সহ দাকোপের বিভিন্ন নদীর পানি। প্রতিদিন স্বাভাবিক জোয়ারের চেয়ে পানি বৃদ্ধিপাচ্ছে ২/৩ফুট।

স্রোতের তোড়ে প্রতিদিন পুরাতন ভাঙন স্থান ছাড়াও ভাঙছে নতুন এলাকা। লাগাতার ভাঙনে ঘুর্নীঝড় সিডর আইলার পর থেকে এ পর্যন্ত দাকোপের তিনটি পোল্ডারের প্রায় ৩ হাজার বসতবাড়ী, প্রায় ১০হাজার বিঘা কৃষি জমি এবং শত শত স্থাপনা নদীগর্ভে বিলিন হয়েছে। দাকোপ উপজেলার ৩২ ও ৩৩ নং পোল্ডারে বিশ্বব্যাংকের টাকায় ওয়াপদার বেড়ীবাঁধ নির্মানের কাজ চলছে কিন্তু কাজের গতি অত্যন্ত ধীর হওয়ায় বর্ষাকালের পূর্বে সম্পূর্ন বেড়ীবাঁধ নির্মান হবে না, ঝুঁকি থেকেই যাচ্ছে। এলাকাবাসী মনে করেণ ওয়াপদার ঝুঁকিপূর্ন স্থানগুলি বর্ষাকালের পূর্বে মেরামত হওয়া জরুরী দরকার। না হলে আইলার মত বন্যায় আবারও প্লাবিত হতে পারে ৩২নং পোল্ডার।

দৈনিক দেশজনতা/এমএম

সময়- ১৯:২৭

প্রকাশ :মে ১৮, ২০১৭ ৭:২৭ অপরাহ্ণ