শিল্প–সাহিত্য ডেস্ক:
সার্কভুক্ত দেশগুলোর অংশগ্রহণে চার দিনব্যাপী সার্ক হস্তশিল্প প্রদর্শনী, কর্মশালা ও ঐতিহ্যবাহী নৃত্য উৎসবের আয়োজন করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও সার্ক কালচারাল সেন্টারের যৌথ পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি এ অনুষ্ঠানের আয়োজন করেছে। আগামী ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত সার্ক দেশগুলোর এ আয়োজন শিল্পকলা একাডেমির চিত্রশালা ও জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হবে।
দর্শনার্থীদের জন্য হস্তশিল্প প্রদর্শনীর গ্যালারি প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা এবং নৃত্য উৎসব বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। বাসস