১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫৮

আবুধাবিতে গাড়িচাপায় বাংলাদেশি যুবক নিহত

দৈনিক দেশজনতা ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে গাড়িচাপায় আবু জাফর (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গত শনিবার (২৫ নভেম্বর) আবুধাবির শিল্পনগরী মোসাফফা সানাইয়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু জাফর চট্টগ্রামের রাউজান উপজেলা নোয়াপাড়া ইউনিয়নের মোকার দিঘীপাড়া মৃত আবুল কাশেমের ছেলে।

আবু জাফর আবুধাবিতে মোটরসাইকেলে করে খালিজ টাইম পত্রিকা গ্রাহকদের কাছে বিলি করতেন। ২০১৬ সালে খালিজ টাইম থেকে সেরা পত্রিকা বিলিকারক হিসেবে সার্টিফিকেট অর্জন করে দেশের সুনাম বয়ে আনেন তিনি।

আইনি প্রক্রিয়া শেষ হলে তার মরদেহ দেশে পাঠানো হবে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :নভেম্বর ২৯, ২০১৭ ১২:১৬ অপরাহ্ণ