১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৯

কুড়িগ্রামে ১ ডিসেম্বর থেকে স্মার্টকার্ড বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

কুড়িগ্রামে ১ ডিসেম্বর থেকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু হচ্ছে। প্রথম দফায় কুড়িগ্রাম পৌরসভা এলাকায় স্মার্টকার্ড বিতরণ শুরু করা হবে। পৌর এলাকায় বিতরণ শেষে ইউনিয়ন পর্যায়ের ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হবে। নতুন বছরের ২২ মার্চ পর্যন্ত স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম চলবে।

কুড়িগ্রাম জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, কুড়িগ্রাম সদর উপজেলায় মোট ২ লাখ ২০ হাজার ৯৪৫ জন ভোটার রয়েছে। এর মধ্যে ২ লাখ ৬ হাজার ৩৩৮ জন ভোটারকে স্মার্টকার্ড দেয়া হবে। বাকি প্রায় ১৩ হাজার ভোটারের তথ্য হালনাগাদ থাকায় তাদেরকে পরবর্তী সময় স্মার্ট কার্ড প্রদান করা হবে।

স্মাটকার্ড বিতরণের সময় প্রত্যেক ভোটারকে তার ১০ আঙ্গুলের ছাপ ও চোখের মণির ছবি দিতে হবে।

কুড়িগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন সাংবাদিকদের জানান, কুড়িগ্রাম সদর উপজেলায় নির্ধারিত সময়ের মধ্যে যারা স্মার্টকার্ড গ্রহণ করতে ব্যর্থ হবেন তারা পরবর্তী সময়ে জেলা নির্বাচন অফিস কার্যালয়ে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে স্মার্টকার্ড গ্রহণ করতে পারবেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :নভেম্বর ২৯, ২০১৭ ৯:৪৬ পূর্বাহ্ণ