২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:১৯

ডাকসু নির্বাচনের দাবিতে ঢাবি ছাত্রের অনশন

নিজস্ব প্রতিবেদক:

আগামী বিজয় দিবসের আগেই ডাকসু নির্বাচনের দাবিতে শনিবার বিকেল ৫টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্মৃতি চিরন্তন চত্বরে অনশন করে আসছেন বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটের এম এস এস (সান্ধ্যকালীন) দশম ব্যাচের ছাত্র ওয়ালিদ আশরাফ। ডাকসু নির্বাচনের দাবিতে ১৬ ডিসেম্বর পর্যন্ত অনশন চালিয়ে যাবেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে এখন অসুস্থ পরিবেশ বিরাজ করছে, শিক্ষার্থীরা প্রতিবাদ করতে ভুলে গেছে, দীর্ঘদিন ধরে ডাকসু নির্বাচন না হওয়ায় বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা তাদের রাজনৈতিক অধিকার থেকেও বঞ্চিত হচ্ছে, যার ফলে ব্যাহত হচ্ছে সুষ্ঠু গণতন্ত্র চর্চা । এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে অবিলম্বে ডাকসু নির্বাচন প্রয়োজন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাবেন বলে জানান তিনি।

তার দাবি আদায়ে সফল হবেন এই আশাবাদ ব্যক্ত করে বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যদি চান তাহলে এক সপ্তাহের মধ্যে ডাকসু নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করা সম্ভব।

উল্লেখ্য, ঢাকার মগবাজার এলাকার ছেলে ওয়ালিদ নটরডেম কলেজে থেকে ২০০১ সালে এইচএসসি পাস করেন, এরপর সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ থেকে ২০০৫ সালে ডিগ্রি পাশ করেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :নভেম্বর ২৮, ২০১৭ ৭:৩৩ অপরাহ্ণ