নিজস্ব প্রতিবেদক:
ঢাকার কেরানীগঞ্জে হ্যাপিকে হত্যার ঘটনায় স্বামী মুকুলসহ দুই আসামির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান এ রায় দেন।
মামলার অপর আসামির নাম নিলুফা। তিনি শুরু থেকে পলাতক। অপরদিকে আসামি মুকুল হোসেনকে সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানো হয়েছে।
নথি থেকে জানা যায়, ২০১২ সালের ৮ জানুয়ারি ঢাকার কেরানীগঞ্জের আলীপুর ইটাভাটা ব্রিজের নিচে এক নারীর তিন টুকরো লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) গোলাম সারোয়ার বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার পরে হ্যাপির স্বামী মুকুলের গতিবিধি সন্দেহ হলে হ্যাপির পরিবার পুলিশকে বিষয়টি জানায়। পরে মুকুলকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তিনি স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন।
পরে এ মামলায় মুকুলকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে পাঠালে ওই বছরের ২৮ জানুয়ারি ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে হত্যার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন মুকুল।
দৈনিক দেশজনতা /এন আর