১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৩৬

শিশু সুজন হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার সুজন ওরফে চেতন পন্ডিত (১২) নামে এক শিশু হত্যা মামলার ৬ বছর পর ৩ জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। সেই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদ- দেয়া হয়। আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক নিয়াজী শহিদুল আলম চৌধুরী এ রায় দেন।

আদালতে দুইজন প্রত্যক্ষদর্শী ও আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানসহ আটজনের সাক্ষ্য প্রমাণ শেষে মঙ্গলবার আদালত এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো- একই উপজেলার লাউটিয়া গ্রামের মো. ইন্তাজ আলীর ছেলে মো. আকবর আলী, মো. জালাল উদ্দিনের ছেলে তানভীর হাসান আনিছ ও আব্দুস সোবহানের ছেলে মো. আকরাম হোসেন। এদের মধ্যে আকরাম হোসেন পালাতক রয়েছে।

মামলা বিবরণে জানা যায়, ২০১১ সালের ৩০ আগস্ট সন্ধ্যা সোয়া ৬টা থেকে রাত দশটার মধ্যে তারাকান্দা উপজেলার লাউটিয়া গ্রামের সুজন ওরফে চেতন পন্ডিতকে হত্যার পর লাশ ইউনিয়ন পরিষদের রাস্তার ওপর ফেলে রাখে। এ ব্যাপারে তারাকান্দা থানায় মামলা দায়ের করা হলে আসামিদের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করে পুলিশ।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :নভেম্বর ২৮, ২০১৭ ৫:২৯ অপরাহ্ণ