নিজস্ব প্রতিবেদক:
নির্বাচনে নারীদের মনোনয়ন দেয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে চাপ প্রয়োগ করার আইনগত কোন ভিত্তি নির্বাচন কমিশনের নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এডভাঞ্চিং ওমেন লিডার শিপ ইন ইলেকশন শীর্ষক গোল টেবিল বৈঠকের আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল।
এ সময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মইন খান, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ আওয়ামী লীগ ও বিএনপির নারী নেত্রীরা উপস্থিত ছিলেন।
দৈনিকদেশজনতা/ আই সি