১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৮

কাপ্তাই হ্রদে ডুবে একজনের মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাই হ্রদের পানিতে ডুবে মো. ইয়াছিন (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শহরের রিজার্ভ এলাকায় এ ঘটনা ঘটে। তিনি চট্টগ্রামের সাতকানিয়ার হালিয়াচরি গ্রামের নূরুল ইসলামের বড় ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাঙামাটি শহরের রিজার্ভ বাজার মসজিদ মার্কেট ঘাটে গোসল করতে নামে ইয়াছিন। এক পর্যায়ে হ্রদের পানিতে ডুব দিলে সে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা অনেক খুঁজাখুঁজি করেও তাকে পায়নি। রাঙামাটি ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করে। এরপর তাকে রাঙামাটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যজিৎ বড়ুয়া বলেন, বর্তমানে তার মরদেহ রাঙামাটি সদর হাসপাতাল মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :নভেম্বর ২৮, ২০১৭ ৩:৫৮ অপরাহ্ণ