২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:৪৭

শিল্পকলায় ‘কনডেমড সেল’ মঞ্চায়িত হবে বুধবার

শিল্পসাহিত্য ডেস্ক:

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে বুধবার সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হবে প্রাঙ্গণেমোরের ‘কনডেমড সেল’। নাটকটি রচনা করেছেন অনন্ত হিরা ও নির্দেশনা দিয়েছেন আউয়াল রেজা। ‘কনডেমড সেল’ প্রাঙ্গণেমোরের ১০ম প্রযোজনা। নাটকের ঘটনা প্রবাহ সংগঠিত হয় কারা অভ্যন্তরে কনডেমড সেলে। কারা বিধি বা রীতি অনুযায়ী যেখানে শুধুমাত্র মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদীরা থাকে।

এ নাটকের ঘটনাপ্রবাহ ও সব চরিত্র কাল্পনিক। পাশাপাশি আছে ১৯৭১ সালের স্বাধীনতা অর্জনের আগে মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি বর্বর হানাদার বাহিনী এবং তাদের এ দেশীয় দোসর রাজাকার, আল-বদর, আল-শামস বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতা ও অংশগ্রহণে যে গণহত্যা ও নারী নির্যাতন হয়েছিল, তার কিছু খণ্ড চিত্র।

‘কনডেমড সেল’-এ অভিনয় করেছেন নূনা আফরোজ, অনন্ত হিরা, আউয়াল রেজা, রামিজ রাজু, জাহিদুল ইসলাম, মাইনুল তাওহীদ, সবুক্তগীন শুভ প্রমুখ।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :নভেম্বর ২৮, ২০১৭ ১১:৩৪ পূর্বাহ্ণ