১১ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৭:৪৫

অনুমোদন পাচ্ছে আরো তিনটি ব্যাংক : অর্থমন্ত্রী

 নিজস্ব প্রতিবেদক:
সোমবার ঢাকা ক্লাবে আয়োজিত একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন,আরো তিনটি নতুন ব্যাংকের অনুমোদন দিচ্ছে সরকার।
নতুন ব্যাংক অনুমোদন দেয়ার যুক্তি হিসেবে অর্থমন্ত্রী বলেন, ‘দেশে অনেক ব্যাংক রয়েছে। তারপরও প্রচুর অঞ্চল ব্যাংক সেবার বাইরে রয়েছে। এ কারণেই নতুন ব্যাংকের অনুমোদন দেয়া হচ্ছে।
তিনি আরো বলেন, অনেকগুলো ব্যাংক একীভূত (মার্জ) করার চেষ্টা চলছে। এ ছাড়া ব্যাংকগুলোর তারল্য সংকট কাটাতে সরকার কাজ করছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :নভেম্বর ২৭, ২০১৭ ৮:১০ অপরাহ্ণ