২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৬

স্যামসাং ফোন বিক্রি করছে মাইক্রোসফট

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক :

ফোনের ব্যবসা গুটিয়ে নিয়েছে টেক জায়ান্ট মাইক্রোসফট। তাই বলে ফোন বিক্রি বন্ধ নেই। প্রতিষ্ঠানটি এখন স্যামসাংয়ের অ্যানড্রয়েড ফোন বিক্রি শুরু করেছে। মাইক্রোসফট স্টোর এখন থেকে স্যামসাংয়ের ফোন মিলবে।

সম্প্রতি মাইক্রোসফট ঘোষণা দিয়েছে তারা আর উইন্ডোজ ফোন উৎপাদন করবে না। বাজারে এই ফোনের কদর প্রায় ছিলই না বলা চলে। অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের বাজার যখন রমরমা ঠিক তখনই বাজার থেকে হারিয়ে গেলো মাইক্রোসফট ফোন। প্রতিষ্ঠানটি চাইছে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের উপর গুরুত্ব দিতে। এরই ধারাবাহিকতায় মাইক্রোসফট স্টোরে বিক্রি হচ্ছে স্যামসাংয়ের গ্যালাক্সি নোট এইট। এছাড়াও মিলছে সম্প্রতি বাজারে আসা রেজার ফোন, গ্যালাক্সি এস এইট প্লাস।

মাইক্রোসফট বাজার থেকে কিছুটা কম দামে স্যামসাংয়ের ফোন বিক্রি করছে। গ্যালাক্সি নোট এইট ৬৪ জিবি ভার্সন ১৫০ ডলার কমে ৭৭৯.৯৯ ডলারে মাইক্রোসফট স্টোরে পাওয়া যাচ্ছে।

প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকের মনেই প্রশ্ন জেগেছে মাইক্রোসফট কেন স্যামসাংয়ের ফোন বিক্রি করছে। মাইক্রোসফটের পক্ষ থেকে এই প্রশ্নের উত্তর মেলেনি। তবে ধারণা করা হচ্ছে- স্যামসাংয়ের ফোনে মাইক্রোসফটের বেশ কিছু অ্যাপ ব্যবহার করা হয়েছে। এসব অ্যাপের মধ্যে আছে কর্টানা, ওয়ার্ড, এক্সেল, অননোট এবং আউটলুক। তাই মাইক্রোসফট স্যামসাং ফোনেও তাদের অস্তিত্ব খুঁজে নিয়েছে। আর স্যামসাং ফোন বিক্রির মাধ্যমে নিজেদের সেবাগুলো ক্রেতাদের হাতে তুলে দিচ্ছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ২৭, ২০১৭ ১২:৫৭ অপরাহ্ণ