১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৯

রাশিয়ার যুদ্ধ জাহাজের মহড়া শুরু

অনলাইন ডেস্ক: :(১৮ মে’১৭)

রাশিয়া বিরাট আকারের নৌ যুদ্ধ জাহাজের মহড়া শুরু করেছে। এই সামরিক প্রশিক্ষণে প্রায় ৫০ টিরও বেশি যুদ্ধ জাহাজ অংশ নিয়েছে। মহড়াটি  বাল্টিক সাগরে শেষ হবার পর পরবর্তী মহড়া ভূমধ্যসাগর,ভারত মহাসাগর ও উত্তর মহাসাগরে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

গত বুধবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের সামরিক শক্তি বৃদ্ধি করার ঘোষণা দেন। এছাড়া দেশের সবচেয়ে বড় যুদ্ধজাহাজটিকে প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্যও তিনি নির্দেশ দেন।

তিনি বলেন,গত বছর প্রায় ৫’হাজার ৬টি নতুন অস্ত্র পেয়েছে রাশিয়ার সেনা বাহিনী এবং ৩০০টি মডেলের সামরিক সরঞ্জাম আধুনিকায়ন করা হয়েছে।

রাশিয়ান এক মিডিয়ার রিপোর্টে জানা যায়, যুদ্ধের কলাকৌশল আয়ত্ত্ব করা, দেশকে ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করা ও যে কোনো আক্রমণকে প্রতিহত করার বিষয়াদি অন্তর্ভূক্ত থাকবে প্রশিক্ষণে।

দৈনিক দেশজনতা/এমএম

সময়: ১৭:০৩

প্রকাশ :মে ১৮, ২০১৭ ৫:০৩ অপরাহ্ণ