১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৮

শুরু হলো মহিলাদের মার্কেট

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে প্রথমবারের মতো চালু হলো নারী বিক্রেতা দ্বারা পরিচালিত উইমেন্স হলিডে মার্কেট। ৫০ নারী বিক্রেতা দ্বারা পরিচালিত এই মার্কেট বৃহস্পতিবার উদ্বোধন করা হয়।

মহাখালী পাইকারি কাঁচাবাজার প্রাঙ্গণে অবস্থিত মার্কেটটির উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ঢাকা উত্তর সিটি কপোরেশনের মেয়র আনিসুল হকসহ অন্যরা উপস্থিত আছেন।

সপ্তাহে দুদিন শুক্র ও শনিবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত উইমেন্স হলিডে মার্কেট সর্বসাধারণের জন্য খোলা থাকবে। তবে নারী উদ্যোক্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ঈদ উপলক্ষে পুরো রমজান মাসে মার্কেট সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।

দৈনিক দেশজনতা/এমএইচ

প্রকাশ :মে ১৮, ২০১৭ ৪:২৫ অপরাহ্ণ