১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৪৮

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুমিল্লা প্রতিবেদক:

কুমিল্লার চান্দিনা উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক পথচারী ও ট্রাকের হেলপার নিহত হয়েছে। রোববার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কুটুম্বপুর সামিট পাওয়ার প্লান্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিক ভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানান, ঢাকাগামী পণ্যবাহী একটি ট্রাকের চাকা পাংচার হয়ে এক পথচারিকে চাপা দিয়ে সামনের একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার ও পথচারি নিহত হয়।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাকের চালক পলাতক রয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :নভেম্বর ২৬, ২০১৭ ৯:১৯ অপরাহ্ণ