১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১১

ফোন দিলেই বাসায় পৌঁছে যাবেন চিকিৎসক!

নিজস্ব প্রতিবেদক:

শীতকালে ঠাণ্ডাজনিত রোগের চিকিৎসার ব্যবস্থা করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। নির্ধারিত নম্বর ফোন করলেই চিকিৎসক তার বাড়িতে গিয়ে হাজির হবে। পাশাপাশি বিনামূল্যে ওষুধও সরবরাহ করবে। রোববার নগর ভবনে মেয়র মোহাম্মদ হানিফ প্রাথমিক স্বাস্থ্যসেবা কক্ষের উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ডিএসসিসি মেয়র এ ঘোষণা দেন।

মেয়র বলেন, নাগরিকেরা সিটি করপোরেশনের হটলাইন নম্বর (০৯৬১১০০০৯৯৯) কল দিলেই বাসায় যাবেন চিকিৎসকরা। বিনামূল্যে ওষুধও দেয়া হবে। শীতের কারণে অনেকেই বিশেষ করে শিশুরা নানা রোগে আক্রান্ত হয়। এ জন্যই আগামীকাল থেকে এই সেবা চালু করা হবে। এ জন্য প্রতিটি ওয়ার্ডে একটি করে দল থাকবে। ১৫০ জন মাঠপর্যায়ে কাজ করবে। প্রয়োজনে সদস্যসংখ্যা আরো বাড়ানো হবে।

২৮ নভেম্বর মেয়রের বাবা প্রয়াত মোহাম্মদ হানিফের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই সেবা দেয়ার তিনি উদ্যোগ নিয়েছেন। এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিল্লাল, প্রধান সম্পত্তি কর্মকর্তা কামরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা শফিকুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :নভেম্বর ২৬, ২০১৭ ৮:৫৫ অপরাহ্ণ