নিজস্ব প্রতিবেদক:
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন সেনাবাহিনী-প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।
আজ রবিবার দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবর্ধনা অনুষ্ঠানে সেনাবাহিনী-প্রধান ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে মহান স্বাধীনতাযুদ্ধে অবদানের জন্য সেনাবাহিনীর খেতাবপ্রাপ্ত তিনজন বীরশ্রেষ্ঠ, পাঁচজন বীর উত্তম, সাতজন বীর বিক্রম ও ২২ জন বীর প্রতীককে শুভেচ্ছা উপহার দেয়া হয়। এ সময় তাদের নিকটাত্মীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন সেনাপ্রধান।
অনুষ্ঠানের শুরুতে খেতাবপ্রাপ্ত সেনাসদস্যদের মহান মুক্তিযুদ্ধকালীন বীরত্বগাঁথার সারসংক্ষেপ তুলে ধরা হয়। অনুষ্ঠানে সেনা সদরসহ ঢাকায় কর্মরত ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সেনা সদরের পক্ষ থেকে প্রতি বছর এ ধরনের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দৈনিক দেশজনতা/এন এইচ