১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৭

রসিক নির্বাচনে বৈধ মেয়র প্রাথী ৭ অবৈধ ৬

নিজস্ব প্রতিবেদক:

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বৈধ প্রার্থী ঘোষনা করেছে নির্বাচন কমিশন। মেয়র পদে বৈধ-৭ ও অবৈধ-৬, কাউন্সিলর পদে ৬৩ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ২১৮ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা আগামী তিন দিনের মধ্যে প্রার্থীতা পুনর্বহালের জন্য আবেদন করতে পারবেন বলে জানিয়েছে কমিশন । তবে প্রার্থীতা ফিরে পেতে আইনী লড়াই চালিয়ে যাবার ঘোষনা বাদ পড়া প্রার্থীদের।

গত ৫ই নভেম্বর তফশিল ঘোষনার পর ২১শে নভেম্বরের মধ্যে মনোনয়ন পত্র জমা দেন আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ মেয়র পদে ১৩, কাউন্সিলর পদে ২২৬ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৭ জনসহ মোট ৩০৬ জন প্রার্থী। গতকাল শনিবার থেকে যাচাই-বাচাই শেষে রোববার বিকেলে বৈধ ২৮৮ প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়।

শর্ত পুরণ না করায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে সাবেক মেয়র আব্দুর রউফ মানিক, যুবদল নেতা নাজমুল হক নাজু, স্বতন্ত্র প্রার্থী আব্দুল মজিদ, সুইটি আঞ্জুম, মেহেদী হাসান বনি, শাকিল রায়হানের । প্রার্থীতা ফিরে পেতে আইনী লড়াই চালিয়ে যাবেন বলে ঘোষনা প্রার্থীদের।

এদিকে, কমিশনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সরফুদ্দীন আহমেদ ঝন্টু, জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা না গেলেও বিএনপি প্রার্থী কাওসার জামান বাবলা শুনানীতে উপস্তিত ছিলেন।

বিএনপির মনোনীত প্রার্থী কাওসার জামান বাবলা অভিযোগ করে বলেন, সরকার তার প্রার্থীতা বাতিলের চেষ্টা করেছে। কিন্তু পারেনি। তিনি সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, অবাধ সুষ্ঠ নির্বাচন হলে বিএনপি জয়ী হবে বলে আশা তার।

বিকেলে রিটার্নিং কর্মকর্তা সুবাশ চন্দ্র সরকার তার কার্যালয়ে সবার সহযোগিতা চেয়ে সাংবাদিক সম্মেলনে বলেন, বাদ পড়া প্রার্থীরা চাইলে আইনী লড়াই করতে পারবেন।

উল্লেখ্য, আগামী ৩ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। চার ডিসেম্বর প্রার্থীদেল মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে। রংপুর সিটি করপোরেশনের ৩৩ ওয়ার্ডে ১৯৮ কেন্দ্রে ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ভোট গ্রহন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :নভেম্বর ২৬, ২০১৭ ৭:৪৮ অপরাহ্ণ