১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৯

আমিরাতে আল-দায়্যিদ সিটি বিএনপির অভিষেক

দৈনিক দেশজনতা ডেস্ক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংযুক্ত আরব আমিরাতের আল-দায়্যিদ সিটি শাখার অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় আল-দারাইশ রেস্টুরেন্ট হল রুমে অনুষ্ঠিত অভিষেকে সভাপতিত্ব করেন আল-দায়্যিদ বিএনপির সভাপতি এম এ কুদ্দুছ খাঁ মজনু।

সংগঠনের সাধারণ সম্পাদক হেলাল চৌধুরী ও রুহেল আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আমিরাত কেন্দ্রীয় সভাপতি জাকির হোসেইন। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আমিরাত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুছ ছালাম তালুকদার।

বক্তব্য রাখেন সাইফুল ইসলাম সাইফ, মোতাহের হোসেন চৌধুরী, এম এ মাজিদ, মো. ফুরকান আলম, খায়রুল ইসলাম, জোবায়ের আহমদ নুপুর, ফজলুল করিম রানা ও ইমরান আহমদ প্রমুখ।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :নভেম্বর ২৬, ২০১৭ ৫:৩৬ অপরাহ্ণ