১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৩

নওগাঁয় বাস খাদে, ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক:

নওগাঁ-রাজশাহী মহাসড়কে মান্দা উপজেলার স্বতীহাট পঞ্চমীতলা এলাকায় যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের বেশ কয়েকজন যাত্রী। রবিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পূবালী ব্যাংক সান্তাহার শাখার কর্মকর্তা ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা আব্দুর রহিম এবং বাস চালকের সহকারী। তার নামপরিচয় পাওয়া যায়নি।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা তিশা পরিবহন নামে একটি বাস নওগাঁ যাচ্ছিল। পঞ্চমীতলা নামক স্থানে আসার পর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত বাস জব্দ করেছে। এবং স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ২৬, ২০১৭ ১১:৪৯ পূর্বাহ্ণ