২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:০৭
????????????????????????????????????

ঈদ প্রস্তুতিতে কে ক্র্যাফ্ট

নিজস্ব প্রতিবেদক:

ঈদ এদেশের বৃহত্তম আনন্দ উৎসব। ফ্যাশনহাউস “কে ক্র্যাফ্ট” ঈদ উপলক্ষে নতুন নতুন ডিজাইনের পোশাকের এক বিপুল সমাহার নিয়ে তাদের ঈদ প্রস্তুতি সম্পন্ন করেছে।

 ঈদের পাঞ্জাবীতে বৈচিত্র্য, নতুনত্ব ও নিরীক্ষাধর্মী কাজের জন্য কে ক্র্যাফ্টের বিশেষ সুনাম রয়েছে। সাদা, কালো, ব্রাউন, অ্যাশ, ব্লু, গ্রীন,মেরুন ও ব্রাউন শেডের পাঞ্জাবীতে মেশিন এমব্রয়ডারী, টাই-ডাই, স্ক্রীন ও কারচুপির কাজ করা হয়েছে। কটনের মধ্যে রয়েছে টুটোন,টেক্সচারড, স্ট্রাইপড এর বৈচিত্র। মোটিফে, কম্পোজিশন এবং লে আউটে রয়েছে নতুনত্ব।

সময় ও পরিবেশ উপযোগী গাউন, লং ও শর্টকুর্তি, টু-পার্ট কুর্তি, লং ও মিডিয়াম- কটিসহ টপ্স এর সমারহ ক্রেতাদের চাহিদা মিটাবে।

অর্নামেন্টেশনের সাথে এবার দেশি ও পাশ্চাত্য ডিজাইন, স্টাইল এবং প্যাটার্নকে বেশি প্রাধান্য দেয়া হয়েছে।

সালোয়ার- কামিজে নিজস্ব ডিজাইনে উইভিং করা সুতি, ভয়েল, লিনেন, সিল্ক, ডবি কাপড়ে হ্যান্ড এমব্রয়ডারী, মেশিন এমব্রয়ডারী, টাই-ডাই, রঙ্গিন প্রিন্ট, ব্লকপ্রিন্ট ও হাতের কাজ করা হয়েছে। এছাড়াও জর্জেট, মসলিন ও সিফনের ব্যবহার হয়েছে।

এবারের ঈদে সামগ্রিকভাবে প্যাটার্ন ও স্টাইলে রয়েছে মোগলীয় অনুপ্রেরণা যেমন- সালোয়ার-কামিজটু-পার্ট, শেরওয়ানী কাট, কটিযুক্ত, ক্ল্যাসিক কামিজ ইত্যাদি। যা – লেগিংস. প্যান্ট বা পালাজ্জোর সাথে পড়া যাবে।

পোশাকগুলোর উপস্থাপনায় মোঘলীয় নকশা, জ্যামিতিক ফর্ম, ফ্লোরাল মোটিফ, ট্রাডিশনাল, জামদানী, মিক্সড মোটিফ ইত্যাদি প্রেরণা হিসাবে কাজ করেছে। শাড়ির কালার কম্বিনেশন, ডিজাইন ও প্রিন্ট- প্যাটার্নে বৈচিত্র আনা হয়েছে।

এবার ঈদের বিশেষ আয়োজনে রয়েছে সিরিজ পোশাক, জোড়া পোশাকও ফ্যামিলি পোশাক। রং , মোটিফ, প্যাটার্ন ও অলংকরনে মোগলীয় অনুপ্রেরণা এবং উৎসবধর্মি তো বটেই। একই আমেজ থাকবে বাচ্চাদের পোশাকে, এক্সসেসরিজ, হাউসহোল্ড ও জুয়েলারীতে।

দৈনিক দেশজনতা/এমএইচ  /সময়:১৬:০১

প্রকাশ :মে ১৮, ২০১৭ ৩:৫৯ অপরাহ্ণ