২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৫

মেসির চতুর্থ গোল্ডেন বুট

স্পোর্টস ডেস্ক:

আগেই নিশ্চিত ছিল ইউরোপিয়ান ফুটবলের এবারের ‘গোল্ডেন বুট’ পাচ্ছেন বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। অবশেষে আনুষ্ঠানিকভাবে নিজের চতুর্থ গোল্ডেন বুট হাতে পেলেন পাঁচবারের এই বর্ষসেরা ফুটবলার। পর্তুগালের বাস দোস্তকে হারিয়ে এই পদক লুফে নিয়েছেন লিওনেল মেসি। গেল মৌসুমে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবনের হয়ে ৩১ ম্যাচে ৩৪ গোল করেন বাস দোস্ত। আর লা লিগায় ৩৪ ম্যাচে ৩৭ গোল করেন মেসি। যার সুবাদে গোল্ডেন বুট পেয়েছেন কিং লিও। পাশাপাশি রিয়াল মাদ্রিদের পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে ছুঁয়ে ফেলেছেন লিও। সিআর সেভেনের শোকেসেও আছে চারটি গোল্ডেন বুট।

মেসির হাতে গোল্ডেন বুট তুলে দেন ২০১৫-১৬ মৌসুমের সর্বোচ্চ গোলদাতা ও মেসির সতীর্থ লুইস সুয়ারেজ। সর্বপ্রথম ২০০৯-১০ মৌসুমে এই ট্রফি জেতেন মেসি। সেবার ইউরোপের সব ধরনের প্রতিযোগিতায় ৩৪ গোল করেছিলেন তিনি। ২০১১-১২ মৌসুমে মোট ৫০টি গোল করে দ্বিতীয়বার গোল্ডেন শু ঘরে তোলেন তিনি। পরের বছর মেসি করেন ৪৬ গোল। ফলে সেবারও গোল্ডেন বুট যায় মেসির ঘরে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ২৫, ২০১৭ ১২:৫১ অপরাহ্ণ