১০ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১:১৮

টস জিতে ব্যাটিংয়ে রাজশাহী

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২৭তম ম্যাচে তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহী কিংসের দলনেতা ড্যারেন স্যামি। দুপুর ১টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি দেখবে মাছরাঙা ও গাজী টিভি।

একদিন আগে রংপুরকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে খুলনা টাইটানস। ফলে এক থেকে দুইয়ে নামতে হলো তামিম ইকবালের দল কুমিল্লা ভিক্টোরিয়ানসকে। কুমিল্লার পয়েন্ট এখন ৬ ম্যাচে ১০। আজ রাজশাহীকে হারাতে পারলে আবারও টেবিলের শীর্ষে ফিরবে কুমিল্লা। তবে কুমিল্লা হারলে উন্নতি হবে রাজশাহী কিংসের।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ২৫, ২০১৭ ১২:৫২ অপরাহ্ণ