নিজস্ব প্রতিবেদক:
দিনভর মিটিং মিছিলে যানজট হতে পারে শহরে। এমনটাই জানাচ্ছে কলকাতা ট্রাফিক পুলিশের কন্ট্রোল রুম। আজ শনিবার সকাল থেকে রাত অবধি মোট ৫টি জমায়েত ও মিছিল বের হবে মহানগরের রাস্তায়। এর ফলেই কিছুটা যানজট হতে পারে সপ্তাহ শেষের শহরে।
আজ শনিবার সপ্তাহ শেষের দিন। সাধারণত শনিবার যানজট মুক্তই থাকে শহর। কিন্তু এই সপ্তাহ শেষে সাধারণের ভাগ্যে যানজটের বিরক্তির মধ্যে পরতে হতে পারে। এমনটাই জানাচ্ছে কলকাতা ট্রাফিক পুলিশ। ট্রাফিক পুলিশ কন্ট্রোল রুম জানিয়েছে, সকাল ১০ টার সময় এদিনের প্রথম মিছিলটি রয়েছে। সেটি কাউন্সিল হাউস স্ট্রিট থেকে বি.বা.দি বাগ হয়ে ব্রেবোর্ণ রোড হয়ে চার্চ লেন যাবে। সেখান থেকে মিছিলটি ওল্ড পোস্ট অফিস স্ট্রিট হয়ে এসপ্ল্যানেড রোডে আসবে। তারপর সেটি শেষ হবে গর্ভমেন্ট প্লেসে গিয়ে।
এরপরের মিছিলটি দুপুর ২ টায়। মৌলালি থেকে শুরু হয়ে এস.এন ব্যনার্জি রোডে শেষ হবে মিছিলটি। দক্ষিণ কলকাতার যাদবপুর ৮বি বাস স্ট্যান্ড থেকে একই সময়ে আরও একটি মিছিল রয়েছে। সেটি শেষ হবে বাঘাযতীন মোড়ে এসে। বাংলাদেশ লাইব্রেরি ও তথ্য সম্প্রচারের উদ্যোগে একটি মিছিল বেরোবে বিকেল বেলা। সেটি পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিং হয়ে এজেসি বোস ফ্লাই ওভার রোড হয়ে বাংলাদেশ হাই কমিশনে গিয়ে শেষ করবে। দিনের শেষ মিছিলটি রয়েছে রাত আটটার সময়ে। মিছিলটি রবীন্দ্র সরণী পর্তুগিজ চার্চ ষ্ট্রীট অবধি যাবে। মাঝে সেটি ছুঁয়ে যাবে ক্যানিং ষ্ট্রীট ও ব্রাবোর্ণ রোড।
দৈনিকদেশজনতা/ আই সি