১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:০৬

হিজাব পড়ে স্কুলে আসতে নিষেধ মুসলিম ছাত্রীকে

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:  

স্কুলের ‘পোশাকবিধির’ সঙ্গে খাপ খায় না ৷ তাই এক মুসলিম ছাত্রীকে স্কুলে হিজাব না পড়ে আসার নির্দেশ দিল উত্তরপ্রদেশের এক স্কুল কর্তৃপক্ষ ৷ পোশাকবিধি না মেনে চললে ওই ছাত্রীকে ইসলামিক প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছেন স্কুলের অধ্যক্ষা ৷ বিষয়টি প্রকাশ্যে আসতেই সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষকে নোটিশ ধরিয়েছে উত্তরপ্রদেশের প্রাথমিক শিক্ষা দফতর ৷ তবে নোটিশের জবাব এখনও স্কুল দেয়নি বলে জানা গেছে ৷

গত বুধবারই মাথায় রুমাল বাধার অপরাধে উত্তরপ্রদেশের বাগপাতে তিন মৌলবীকে হেনস্থা করা হয় ৷ তার রেশ কাটতে না কাটতেই এবার এক মুসলিম ছাত্রীকে হিজাব না পড়ে স্কুলে আসার নির্দেশে তৈরি হল বিতর্ক ৷ যোগীর রাজ্যে নগর কোটওয়ালির আনন্দ ভবন নামে এক মিশনারি স্কুলের ঘটনা ৷ ওই ছাত্রীর বাবা মহম্মদ আর রিজভি স্কুলের অধ্যক্ষা অর্চনা থোমাসকে একটি চিঠি লেখেন ৷ সেখানে তিনি অধ্যক্ষাকে অনুরোধ করেন, তার মেয়েকে হিজাব পড়ে স্কুলে আসার অনুমতি দেওয়া হোক ৷ কিন্তু স্কুলের নিয়মনীতির কারণ দেখিয়ে ওই পড়ুয়াকে ছাড় দেওয়া হবে না বলে সাফ জানান অধ্যক্ষা ৷ সেই সঙ্গে তার পরামর্শ, স্কুলের নিয়মনীতির সঙ্গে মানিয়ে না চলতে পারলে মেয়েকে কোন ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে দিন ৷ তাছাড়া স্কুলের পোশাক বিধির সঙ্গে হিজাব মানায় না।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ২৫, ২০১৭ ১২:৪২ অপরাহ্ণ