নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যতদিন লোকসংগীত থাকবে, ততদিন বারী সিদ্দিকী বেঁচে থাকবেন। গতকাল শুক্রবার এক শোকবার্তায় শেখ হাসিনা দেশের লোকসংগীতকে সমৃদ্ধ করার জন্য বারী সিদ্দিকীর অসামান্য অবদানের কথা স্মরণ করে বলেন, তার মৃত্যুতে দেশের মানুষ এক জনপ্রিয় লোকসংগীতশিল্পীকে হারিয়েছে। যত দিন লোকসংগীত থাকবে, ততদিন পর্যন্ত তিনি জনগণর মাঝে বেঁচে থাকবেন।
প্রধানমন্ত্রী মরহুম বারী সিদ্দিকীর রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। দেশের লোকসংগীতের এ শিল্পী ৬৩ বছর বয়সে গতকাল শুক্রবার গভীর রাতে স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি ডায়াবেটিস ও কিডনি জটিলতার কারণে গত ১৭ নভেম্বর হাসপাতালে ভর্তি হন।
দৈনিকদেশজনতা/ আই সি