১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২০

কোথাও যাচ্ছি না: নেইমার

স্পোর্টস ডেস্ক:

রেকর্ড মূল্যে বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছেন নেইমার। দুর্দান্ত ফর্মেও আছেন তিনি। কিন্তু কিছুদিন যেতে না যেতেই সব কিছুই যেন এলোমেলো। গুঞ্জন উঠে, প্যারিসে সুখে নেই এই ব্রাজিল ফরোয়ার্ড। সতীর্থ ও কোচের সঙ্গে বনিবনা হচ্ছে না। আর সেজন্যই রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন এই ফুটবল নক্ষত্র।

তবে সেই গুঞ্জন উড়িয়ে দিলেন নেইমার। পিএসজির জার্সিতেই বিশ্বসেরা হতে চান উল্লেখ করে নেইমার বলেন, ‘কোথাও যাচ্ছি না। এখানে থেকেই বিশ্বসেরা হতে চাই। আমার সব মনোযোগ এখন তা ঘিরেই। ’

সেল্টিককে ৭-১ গোলে বিধ্বস্ত করার ম্যাচ শেষে নেইমারের কাছে রিয়ালে যাওয়ার বিষয়ে জানতে চাওয়া হলে এই ব্রাজিল প্রিন্স বলেন, ‘প্রথমে পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিততে চাই।
জিততে চাই লিগ ওয়ান কাপ। সর্বোপরি, আমি ব্যালন ডি’অর জিততে চাই। হতে চাই বিশ্বসেরা এবং তা প্যারিসে থেকেই। যথাসময়েই তা আমার হাতে উঠবে বলে মনে করি। ’

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ২৫, ২০১৭ ১০:৫৮ পূর্বাহ্ণ