১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১০

মিসফিটের হাইব্রিড স্মার্টওয়াচ

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক :

যুক্তরাষ্ট্রের কনজ্যুমার ইলেকট্রোনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান মিসফিট কমান্ড হাইব্রিড স্মার্টওয়াচ বাজারে এনেছে। এটি দেখতে সাধারণ ঘড়ির মতই। তবে অত্যাধুনিক ফিচার রয়েছে।

ওয়াচটিকে ফোন হিসেবেও ব্যবহার করা যাবে। ফোনের সঙ্গে সংযুক্ত করে ফোন কল, বার্তা, সামাজিক যোগাযোগ মাধ্যমের নোটিফিকেশন জানা যাবে।

এছাড়াও এটি দিয়ে স্টেপ কাউন্ট, ক্যালোরি বার্নড, ডিসট্যান্স ট্রাভেলসহ নানা কাজ করা যাবে।

ডিভাইসটি পানিরোধী। ৫০ মিটার গভীর পানিতেও এটি কাজ করবে।  এটি ঘুমের পরিমানও জানিয়ে দেবে।

ওয়াচটি নিয়ন্ত্রণের জন্য স্মার্ট বাটন রয়েছে। এই বাটন নিয়ে গান শোনা ছবি তোলাসহ অনেক কাজ করা যাবে।

হাইব্রিড এই ওয়াচটি পরিচালনার জন্য এতে মিসফিটের অ্যাপ রয়েছে।

কানেকটিভিটির জন্য এতে ব্লুটুথ এলই সংযোজ আছে। ডিভাইসটিতে ফুল ইয়ার ব্যাটারি লাইফ রয়েছে। ব্যাটারিতে স্টান্ডার্ড সিআর২৪৩০ কয়েন সেল রয়েছে।

স্মার্টওয়াচটিতে ৪৪ মিলিমিটার পুরুত্বের স্টেইনলেস স্টিলের কেসিং ব্যবহার করা হয়েছে। এর স্টাইপ ২০ মিলিমিটারের।

কালো, রুপালি এবং সোনালি রঙে এটি বাজারে পাওয়া যাবে। এর মূল্য ১৭০ ডলার।

প্রকাশ :নভেম্বর ২৪, ২০১৭ ৪:৪২ অপরাহ্ণ