১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০১

মাগুরায় খুনের ঘটনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাট

নিজস্ব প্রতিবেদক:

মাগুরা জেলার শালিখা উপজেলার গজদূর্বা গ্রামে আওয়ামী লীগকর্মী মেহেদী মোল্লা(৪০) খুনের ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ৩০ টি বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।গতকাল দিনভোর কয়েক দফায়।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম ও এলাকাবাসী জানায়, স্থানীয় নেতৃত্ব ও আধিপত্য বিস্তার নিয়ে ধনেশ্বরগাতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক মোল্লা ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মেহেদী মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। পূর্ব বিরোধের জের ধরে ২ নভেম্বর মেহেদী মোল্লাকে ফাকা একাকী পেয়ে রাজ্জাক মোল্লার সমর্থকরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হলে কিছু সময় পরে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন কালে ২৩ নভেম্বর মেহেদী মোল্লা(৪০) মারা যান।

তার মৃত্যু সংবাদ এলাকায় পৌঁছালে রাজ্জাক মোল্লার সমর্থকরা নিরাপত্তার স্বার্থে বাড়ি ছাড়া হয়ে আত্মগোপন করে। এ সুযোগে নিহত মেহেদী মোল্লার সমর্থরা বেআইনি জনতায় জোট বদ্ধ হয়ে প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট শুরু করে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পূর্বে ৩০ বাড়ি ভাচুর ও লুটপাট সংঘটিত হয় বলে পুলিশ ও স্থানীয় লোকজন স্বীকার করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে শালিখা থানায় মামলা হয়েছে। পুলিশের তদন্ত চলছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :নভেম্বর ২৪, ২০১৭ ১২:৩৬ অপরাহ্ণ