১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪২

দক্ষিণ কোরিয়ায় শহীদ মিনারের উদ্বোধন

দৈনিক দেশজনতা ডেস্ক:

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের অদূরে আনসান শহরের ‘মাল্টিকালচারাল পার্কে’ স্থায়ী শহীদ মিনার নির্মিত হয়েছে। সিউলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জুলফিকার রহমানের উদ্যোগে এটি নির্মাণের পর আনসান সিটির মেয়র জে জং-গি শহীদ মিনারের উদ্বোধন করেন।

তবে বিদেশের মাটিতে শহীদ মিনার নতুন নয়। এর আগে লন্ডন, টোকিও, রোমসহ আরও কয়েকটি শহরে স্থায়ী শহীদ মিনার নির্মাণ করা হয়।

মাল্টিকালচারাল পার্কে ২০০ বর্গফুটের বেদীর উপর নির্মিত ৮ ফুট উচ্চতার মিনারটি স্টিল দিয়ে তৈরি। শহীদ মিনারের জন্য জায়গা বরাদ্দ, নকশা অনুমোদন থেকে শুরু করে নির্মাণের পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে এক বছর সময় লাগে। এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করে আনসান সিটি।

প্রকাশ :নভেম্বর ২৪, ২০১৭ ১১:০৯ পূর্বাহ্ণ