১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৭

বাজারে সস্তায় আইফোন ছাড়ছে অ্যাপল

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক :

একটি কমদামী সংস্করণের আইফোন বাজারে ছাড়বে অ্যাপল। ২০১৮ সালের শুরুতেই এসই মডেলের এই ফোন গ্রাহকরা হাতে পাবেন বলে খবর দিয়েছে চায়না ইকনোমিক নিউজ। ৪ ইঞ্চি স্ক্রিনের আইফোন এসই প্রথম বাজারে ছাড়া হয় ২০১৬ সালে। সেটিরই উন্নত সংস্করণ হবে আইফোন এসই ২।

আইফোন এসই ২ অন্যান্য আইফোনগুলোর মত হবে না। দামের দিক দিয়ে আইফোন ৮ বা আইফোন এক্সের অনেক সাশ্রয়ী হবে এটি। বর্তমানে আইফোন এসই মডেল পাওয়া যায় ৩৯৯ ডলারে। মূলত দক্ষিণ এশিয়ার ক্রেতাদের জন্য বাজারে ছাড়া হবে নতুন সংস্করণটি। অবশ্য নতুন আইফোন এসই ২-এ কী কী ফিচার থাকবে তা নিশ্চিত করা হয়নি।

তবে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইন টু ফাইভ ম্যাক জানিয়েছে, আইফোন এসই-এর প্রসেসরের চাইতে আইফোন এসই ২-এর প্রসেসর আরও শক্তিশালী হবে। এতে ইন্টারনেট ব্যবহারের সুবিধাও প্রায় নাটকীয়ভাবে বহুগুণ বেড়ে যাবে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ২৩, ২০১৭ ৫:২৭ অপরাহ্ণ