১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৪

সিটিং সার্ভিস বন্ধসহ ৮ দফা দাবিতে যাত্রীঅধিকার আন্দোলনের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

গণপরিবহনে যাত্রী হয়রানি বন্ধ ও শিক্ষার্থীদের হাফ ভাড়া বাস্তবায়নসহ ৮ দফা দাবিতে রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে যাত্রী অধিকার আন্দোলন।
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসকাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে লিখিত বক্তব্যে যাত্রী অধিকার আন্দোলনের আহ্বায়ক কেফায়েত শাকিল বলেন, নগরবাসীর চাহিদার বিবেচনায় চলতি বছরের এপ্রিল মাসে রাজধানীতে চলমান সিটিং সার্ভিসের নামে যাত্রী হয়রানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল সরকার। কিন্তু কতিপয় বাস মালিক-শ্রমিকের অঘোষিত পরিবহণ ধর্মঘটের অযুহাতে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে বিআরটিএ। এসময় সুশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থা চালু করতে সরকার জনসাধারণের কাছে তিন মাস সময় চায়। কিন্তু ৩ মাসের পরিবর্তে ৭ মাস পেরিয়ে গেলেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারেনি তারা। যা নগরবাসীকে হতাশ করেছে।
সরকারি প্রতিষ্ঠান বিআরটিএ’র উদাসীনতার সুযোগে পরিবহনগুলো এখন আরো বেপোরয়া হয়ে উঠেছে দাবি করে তিনি বলেন, আমরা লক্ষ্য করছি কারো অদৃশ্য ইশারায় জনগণের পরিবর্তে কতিপয় বাস মালিক-শ্রমিকের স্বার্থ হাসিলে ব্যস্ত হয়ে উঠেছে সরকারি প্রতিষ্ঠান বিআরটিএ। সেজন্য একের পর এক কাল ক্ষেপণ করছে তারা।
এসময় তিনি নামে-বেনামে চালু হওয়া সিটিং সার্ভিসের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া, রাজধানীতে উন্নত পরিবহন ব্যবস্থা চালু করা, সড়ক দুর্ঘটনা রোধে মৃত্যুদ বিধান রেখে আইন করা ও শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর করাসহ ৮ দফা কর্মসূচি বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানান।
সংগঠনের যুগ্ম আহ্বায়ক অন্তু মুজাহিদের সভাপতিত্বে ও মুখপাত্র মাহমুদুল হাসান শাকুরির পরিচালনায় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন তরূণ প্রজন্ম বাংলাদেশের সমন্বয়ক জিহাদ আরিফ, যাত্রী অধিকার আন্দোলনের নেতা মাঈন উদ্দিন আরিফ, জোবাইদা, আনোয়ার হোসেন, এস এম সজিব, আনিছুর রহমান ও মোহাম্মদ সোহাগ প্রমুখ।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ২৩, ২০১৭ ২:৫৩ অপরাহ্ণ