১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৬

মোহাম্মদপুরে ভবন থেকে পড়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মোহাম্মদপুর সাত মসজিদ রোডের একটি বাসার ৩ তলার ছাদ থেকে পড়ে কাজল হোসেন (৩০) নামে এক বেসরকারি ব্যাংক কর্মচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ছাদ থেকে লাফ দেন তিনি। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পৌনে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করে।

পাবনার চাটমহর উপজেলার চন্দ্রবিল গ্রামের আহসান আলীর ছেলে কাজল। বর্তমানে মোহাম্মদপুর সাত মসজিদ রোডের একটি কোয়র্টারের তৃতীয় তলায় স্ত্রী শিলা আক্তার ও দুই বছরের ছেলে সিজান কে নিয়ে ভাড়া থাকতেন। মতিঝিল আই,সি,বি ব্যাংকে অফিস সহকারী হিসাবে চাকরি করতেন তিনি। মৃত কাজলের স্ত্রী শিলা আক্তার জানান, ব্যাংকের একটি ঝামেলায় দুই সপ্তাহ যাবৎ মানসিক অশান্তিতে ছিলেন কাজল। কাজ শেষে বাসায় এসেও মানসিক চাপে থাকতেন। চাকরি ছেড়ে দেওয়ার কথা বললেও সে রাজি হতো না।

স্ত্রী শিলা আরও জানান, সকালের খাবার তৈরি করছিলাম, হঠাৎ একটি আওয়াজ পেয়ে বাইরে গিয়ে দেখি, কাজল আহত অবস্থায় নিচে পড়ে আছ। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে মোহাম্মদপুর সিটি হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে বেলা ১২টায় মৃত ঘোষণা করে। স্ত্রী শিলার ধারণা, মানসিক চাপ সইতে না পেরেই ছাদ থেকে লাফিয়ে পরে আত্মহত্যা করেছে কাজল। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ২৩, ২০১৭ ২:৪২ অপরাহ্ণ