১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৭

বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান বাচ্চুকে দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক:

প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগ অনুসন্ধানে অবশেষে বেসিক ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, আগামী ৪ ডিসেম্বর আবদুল হাই বাচ্চুকে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে। এর মধ্যদিয়ে অনুসন্ধান শুরুর প্রায় চার বছর পর তাকে তলব করা হলো।

২০১২-১৩ সালে আর্থিক খাতে সবচেয়ে বড় কেলেঙ্কারি ঘটে বেসিক ব্যাংকে। ব্যাংকটির চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুর নেতৃত্বাধীন তখনকার পরিচালনা পর্ষদ কোনো কিছুর তোয়াক্কা না করেই নামে বেনামে ইচ্ছেমতো প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা ঋণ দিয়ে দেয় বিভিন্ন প্রতিষ্ঠানকে।

বিপুল অংকের টাকা লোপাটের এমন কেলেঙ্কারির ঘটনায় ২০১৫ সালের সেপ্টেম্বরে ১২০ জনের বিরুদ্ধে ৫৬টি মামলা দায়ের করে দুদক। এসব মামলায় ব্যাংক কর্মকর্তা এবং বিভিন্ন নামি-বেনামি প্রতিষ্ঠানের মালিককে আসামি করা হলেও অনেকটা দায়মুক্তি পান ব্যাংকটির চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুসহ গোটা পরিচালনা পর্ষদ।

মূল হোতাদের বাদ দিয়ে মামলা দায়ের করায়, দুদকের তদন্ত নিয়ে প্রশ্ন তোলে উচ্চ আদালত। সংসদীয় কমিটি, টিআইবিসহ বিভিন্ন পক্ষ থেকেও সমালোচনা করা হয় দুদকের।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ২৩, ২০১৭ ২:২৮ অপরাহ্ণ