১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৩

পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ : শাহবাগ রণক্ষেত্র

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালনরত ডিপ্লোমা মেডিক্যাল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ মে) দুপুর ১২টার দিকে চার দফা দাবিতে ডিপ্লোমা মেডিক্যাল শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করলে পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে । রমনা জোনের উপপুলিশ কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার জানান, শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছে। তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। অবরোধের ফলে শাহবাগসহ আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

দৈনিক দেশজনতা/এমএইচ
প্রকাশ :মে ১৮, ২০১৭ ২:৪৬ অপরাহ্ণ