১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৮

সাপকে চুমু দিতে গিয়ে

দেশ জনতা অনলাইন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক বাসিন্দা সাপকে চুমু দিতে গিয়ে এর কামড়ে মারাত্মক আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ফ্লোরিডার উত্তর পূর্বাঞ্চলীয় পুটনাম কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।
 বিবিসির খবরে জানা গেছে, ভয়াবহ বিষধর ওই র‌্যাটলস্ন্যাক সাপটি ধরে আটকে রেখেছিলেন চার্লস গফ নামের এক ব্যক্তি। কিন্তু এর একদিন পর সাপটির দিকে চোখ পড়ে তার প্রতিবেশী রন রেইনল্ডের। এক পর্যায়ে তিনি সাপটির সঙ্গে খেলা শুরু করেন এবং সাপটিকে চুমু দিতে যান। আর তখনি ঘটে বিপত্তি। সুবিধামতো পেয়ে সাপটি ঠিকই ছোবল মেরে দেয় রেইনল্ডের মুখে। পরে দ্রুতই তাকে হাসপাতালে নেয়া হয়।
গফ স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘রন বললো আমি সাপের মুখে চুমু দিবো, আর তখনি সাপটি কামড় বসিয়ে দেয়।’ তবে তার দাবি রন আসলে অভিনয় করছিলো, চুমুটি সে দিতোনা। কিন্তু বেচারা সাপের সাধ্য কি রনের মনের কথা বোঝার, নাগালে পেয়েই কামড় বসিয়ে দেয় রনের গালে।
 এরপর রনের অবস্থা শুরুতে একটু জটিল থাকলেও এখন নিয়ন্ত্রণে সব। ওদিকে ঘটনার পরই পালিয়েছে সাপ। তবে এটা এখনো নিশ্চিত নয় রন কেনো সাপটিকে চুমু খেতে গেলো। বিবিসি।
 দেশ জনতা/এন এইচ
প্রকাশ :মে ১৮, ২০১৭ ১:২৭ অপরাহ্ণ