২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:৫৮

বিদেশের ৩২ শহরে ‘ঢাকা অ্যাটাক’

বিনোদন ডেস্ক:

দেশের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বের ১৪টি দেশের ৩২ শহরে প্রদর্শিত হচ্ছে ‘ঢাকা অ্যাটাক’।  ছবির প্রচারণায় ইউরোপ ভ্রমণে গিয়েছিলেন এর কাহিনীকার সানি সানোয়ার, পরিচালক দীপংকর দীপন ও অভিনয়শিল্পী আরেফিন শুভ, মাহিয়া মাহি। ৩ থেকে ১৮ই নভেম্বরের সফর সূচীতে ‘ঢাকা অ্যাটাক’ টিম দুবাই, ফ্রান্সের প্যারিস, ইতালির রোম, আনকোনা,  ভেনিস, গেলারাতে শহর হয়ে সুইজারল্যান্ডের জুরিখে ছবির প্রচারণা শেষ করে ১৮ই নভেম্বর দেশে ফিরেছেন।

বেঙ্গলি ফিল্ম ক্লাব ইউকে প্রতিষ্ঠানটির পরিচালক স্বাধীন খসরু বলেন, লন্ডনে দুইদিন টানা প্রদর্শনীর পরও দর্শকদের আগ্রহে আবার চলচ্চিত্রটি প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছি আমরা। শুধু লন্ডনেই নয়, ক্যামব্রিজ, অক্সফোর্ড থেকে দর্শকদের অনুরোধ আসছে তাদের শহরে চলচ্চিত্রটি প্রদর্শনের জন্য। সব শহরে সম্ভব না হলেও আমরা চেষ্টা করছি প্রবাসীদের বাংলা ছবির প্রতি, এই ভালোবাসার প্রতি সম্মান রেখে তাদের তৃষ্ণা  মেটাতে।

অন্যদিকে, বেঙ্গলি ফিল্ম ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ঢাকা অ্যাটাক’ আগামী ৩রা ডিসেম্বর লন্ডন ছাড়াও বার্মিংহামের পিকাডেলি সিনেমা ও ডাবলিনের সিনেওয়ার্ল্ড সিনেমা হলে প্রদর্শিত হতে যাচ্ছে। বেঙ্গলি ফিল্ম ক্লাব ইউকে’র ব্যাবস্থাপনা পরিচালক শাম ইসলাম জানান, ম্যানচেষ্টার, লুটনসহ ইংল্যান্ডের আরও বেশ কয়েকটি শহরে প্রদর্শিত হবে ছবিটি। শুধু তাই নয়, ইংল্যান্ডের গন্ডি পেরিয়ে ‘ঢাকা অ্যাটাক’ ফিনল্যান্ড ও আয়ারল্যান্ডেও প্রদর্শনের কথা রয়েছে।

প্রবাসে ‘ঢাকা অ্যাটাক’ প্রদর্শনের অভিজ্ঞতা প্রসঙ্গে এর কাহিনীকার সানি সানোয়ার বলেন, উপস্থাপনযোগ্য একটি ছবি হয়েছে বলে আমাদের মনে হয়েছে দেশ থেকেই। দেশের বিভিন্ন শ্রেণীর মানুষ, যারা নিয়মিত বাংলা সিনেমা দেখতো না, এমনও আছে যারা কখনোই দেখেনি, তারাও যখন সিনেমা দেখতে এসেছে, প্রশংসা করেছে তখন আমাদের মনে হয়েছে ছবিটা আমরা দেশের বাইরে ছড়িয়ে দিতে পারি, যেখানে আমাদের বাংলাদেশিরাও রয়েছে। সে চিন্তা মাথায় রেখে আমরা স্থানীয় ভাষায় সাবটাইটেল করে ওয়ার্ল্ড ওয়াইড ছবিটা নিয়ে যাচ্ছি। এটা একটা বিনোদনের বিষয়ের পাশাপাশি বাংলাদেশিরা যাতে গৌরবও অনুভব করতে পারে এটা বাংলাদেশের ছবি। দুবাইতেও আমরা দেখেছি, স্থানীয়রা বাংলাদেশি বন্ধুদের নিয়ে সিনেমা দেখতে এসেছে, আমাদের স্বাগত জানিয়েছে, বাংলাদেশের ছবি আরও দেখতে চেয়েছে।

তিনি জানান, মালয়শিয়া, জাপান ও কোরিয়াতেও ‘ঢাকা অ্যাটাক’ প্রদর্শনের কথা চলছে। গত ১৭ এবং ১৯শে নভেম্বর ‘ঢাকা অ্যাটাক’ প্রদর্শিত হয় লন্ডনের বলিয়ান সিনেমা হলে। প্রবাসী দর্শকদের আগ্রহে চলচ্চিত্রটি ফের ২৬শে নভেম্বর প্রদর্শিত হতে যাচ্ছে একই প্রেক্ষাগৃহে।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :নভেম্বর ২২, ২০১৭ ৫:৫২ অপরাহ্ণ