১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২০

অ্যাশেজ টেস্টে ইংল্যান্ডের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক:

বৃহস্পতিবার ব্রিসবেন টেস্ট দিয়ে ক্রিকেটের দুই পরাশক্তি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার ময়দানি লড়াই শুরু হবে। টেস্টের একদিন আগে বুধবার একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ক্রেইগ ওভারটনকে বসিয়ে পেসার জ্যাক বলকে একাদশে নিয়েছে ইংল্যান্ড।

নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে গোড়ালির ইনজুরিতে পড়েন বল। ইনজুরি থেকে সেরে ওঠায় ব্রিসবেন টেস্টের একাদশে জায়গা করে নেন তিনি।

ইনজুরির কারণে ডেভিড ওয়ার্নারের ব্রিসবেন টেস্টে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। যে কারণে স্কোয়াডে গ্লেন ম্যাক্সওয়েলকে যুক্ত করেছে অস্ট্রেলিয়া।

ইংল্যান্ড একাদশ: অ্যালেস্টার কুক, মার্ক স্টোনম্যান, জেমস ভিন্স, জো রুট (অধিনায়ক), ডেভিড মালান, জনি বেয়ারস্টো, মঈন আলি, ক্রিস ওকস, স্টুয়ার্ট ব্রড, জ্যাক বল ও জেমস অ্যান্ডারসন।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :নভেম্বর ২২, ২০১৭ ৫:৩২ অপরাহ্ণ