১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৬

বাংলাদেশের বিদ্যুৎ পরিস্থিতি সবচেয়ে খারাপ

নিজস্ব প্রতিবেদক:

বিশ্বের ৪৭টি স্বল্পোন্নত দেশের মধ্যে বাংলাদেশের বিদ্যুৎ পরিস্থিতি সবচেয়ে খারপ বলে মনে করে স্বাধীন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)। আজ বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিদ্যুৎ বিতরণ পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করে একথা বলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। তিনি বলেন, বাংলাদেশে প্রায় ৬০ শতাংশ মানুষ বিদ্যুৎ সংযোগের আওতায় এসেছে। কিন্তু এসডিজির লক্ষ্যমাত্রা অর্জন করতে বাংলাদেশকে প্রতিবছর কমপক্ষে ২০ থেকে ৩০ শতাংশ হারে নতুন বিদ্যুৎ সংযোগ দিতে হবে।

ফাহমিদা খাতুন বলেন, প্রতিবেদনটিতে ২০১৪ সালের বিদ্যুৎ প্রাপ্তির তথ্য-উপাত্ত ব্যবহার করা হয়েছে। তবে তিন বছর আগের ডাটা ব্যবহার করা হলেও বর্তমান পরিস্থিতির সাথে এটি খুব বেশি অসামঞ্জস্য হবে না। তিনি বলেন, বাংলাদেশে এখনও যারা বিদ্যুতের আওতায় আসেনি তাদের ৮০ শতাংশই গ্রামে বাস করেন। তাদের বাদ দিয়ে টেকশই উন্নয়ন সম্ভব হবে না। সরকারকে পরামর্শ দিয়ে ফাহমিদা খাতুন বলেন, এই অবস্থা থেকে উত্তরণের জন্য শিগগিরই জ্বালানি সক্ষমতা অর্জনের জন্য দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণ করতে হবে। আঙ্কটাডের প্রতিবেদনের বরাত দিয়ে তিনি বলেন, এসডিজির লক্ষ্যমাত্রা অর্জন করতে বিশ্বব্যাংক এশিয়ার স্বল্পন্নোত দেশগুলোকে বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে যে লক্ষ্যমাত্রা দিয়েছিল সেই লক্ষ্যমাত্রার মধ্যে বিদ্যুৎ খাতে নেপাল ও ভুটানের অনেক অগ্রগতি হয়েছে। বিদ্যুৎ সংযোগ দেয়ার ক্ষেত্রে তারা প্রায় লক্ষ্যমাত্রায় পৌঁছেছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ২২, ২০১৭ ৪:৪২ অপরাহ্ণ