১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৮

জৈন্তাপুর থেকে ইয়াবাসহ যুবক আটক

সিলেট প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুর উপজেলা থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। ভোরারতে এ অভিযান পরিচালিত হয়। আটক মাদকব্যবসায়ী হচ্ছেন মো. মনির হোসেন বাঙালী (২১)। তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার পিজাহাতি গ্রামের আতিকুল হক বাঙালীর ছেলে ও জৈন্তপুর আসামপাড়া গ্রামের বাসিন্দা।

র‌্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর সদর কোম্পানী, সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল সিলেট জেলার জৈন্তাপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সিলেট জেলার জৈন্তাপুর থানার আসামপাড়া এলাকায় গ্রামের পাকা রাস্তার উপর থেকে ইয়াবাহসহ মনির হোসেন বাঙালীকে আটক করে র‌্যাব-৯। র‌্যাব জানিয়েছে- মনির হোসেন জেলার জৈন্তাপুর থানা এলাকায় একজন সক্রিয় মাদক ব্যবসায়ী।

দৈনিকদেশজনতা/ আই সি 

 

প্রকাশ :নভেম্বর ২২, ২০১৭ ৩:৩০ অপরাহ্ণ