২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:২৮

সংসদ নির্বাচনে প্রয়োজনে সেনাবাহিনী নামানো হবে: ইসি শাহাদাত

নিজস্ব প্রতিবেদক:

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী নামানোর যদি প্রয়োজন হয় নির্বাচন কমিশন তাই করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (অব.) ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী।
বুধবার সকালে সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাচন কমিশননের আয়োজনে ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে নির্বাচন কমিশনার এ কথা বলেন।
নির্বাচন কমিশনার (অব.) ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী এ সময় আরও বলেন, রংপুর সিটি করপোরেশনে সেনাবাহিনী নামানোর কোনও সিদ্বান্ত হয় নাই। রংপুরে নির্বাচন সুষ্ঠু করতে অন্য আইনশৃঙ্খলা বাহিনীই যথেষ্ট। সেনাবাহিনী নামানোর কোনও পরিকল্পনা নির্বাচন কমিশনের নেই।
তবে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার জন্য যা যা করার দরকার নির্বাচন কমিশন তাই করবে, এতে করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কারো কোনও কথা বলার সুযোগ নেই বলেও জানান তিনি।
স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান, নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ সাইদুল ইসলাম, সাভার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর, ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল, সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা আমিনুর রহমান মিঞা প্রমুখ।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ২২, ২০১৭ ১:৩২ অপরাহ্ণ