১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৯

হোটেলে খাবার খেয়ে কৃষি বিশ্ববিদ্যালয়ের ৮ ছাত্রী অসুস্থ

জামালপুর প্রতিনিধি:

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে একটি হোটেলে খাবার খেয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাঠ সফরে আসা আট ছাত্রী অসুস্থ হয়ে মাদারগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার রাতে এ ঘটনা ঘটে। তারা হলেন, সাদিয়া জামান, আমরীন, ফাতেমা সুলতানা, সেলিনা আজমীর টুম্পা, আরিফাতুজান্নাত, সুহানা শার্মীন, আফরুজা আকতার ও মিমি। হাসপাতাল থেকে সেলিনা আজমির টুম্পা জানান, গতকাল সোমবার রাত নয়টায় হোটেল সজিবে রাতের খাবার খাই। খাওয়ার পর থেকেই পেটের ব্যাথা ও বমি হয়। রাত তিনটায় মারাত্মক অসুস্থ বোধ করি।

টিএইচও ডা: মেহেদি ইকবাল জানান, তারা ডায়রিয়ায় আক্রান্ত হয়েছিল। বর্তমানে সবাই সুস্থ আছেন। ইউএনও আমিনুল ইসলাম জানান, গত রবিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশু পালন বিভাগের শেষ বর্ষের ৫০ জন ছাত্র-ছাত্রী ৫ দিনের জন্য মাদারগঞ্জে মাঠ সফরে আসেন। তাদের অসুস্থতার খোঁজ-খবর নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্তা নেওয়া হবে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ২১, ২০১৭ ৩:৫৪ অপরাহ্ণ