২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:১৯

ইউক্রেনের কাছে ৫০ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রিতে আগ্রহী যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার সামরিক আগ্রাসনের জবাব হিসেবে ইউক্রেনের কাছে ৫০ মিলিয়ন ডলার মূল্যের অস্ত্র বিক্রিতে আগ্রহী যুক্তরাষ্ট্র। দেশটির জাতীয় প্রতিরক্ষা কর্মকর্তারা এ বিষয়ে সম্মতি দিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ জানিয়েছেন। আমেরিকার অভিযোগ, বছরের পর বছর ধরে রাশিয়া এবং দেশটির অনুগামী বিচ্ছিন্নতাবাদীরা ইউক্রেনে সামরিক আগ্রাসন চালাচ্ছে।

তবে ইউক্রেনের কাছে অস্ত্র বিক্রি সংক্রান্ত প্রস্তাবে শেষ পর্যন্ত ট্রাম্প সাড়া দেবেন কী না- সে নিয়ে সন্দেহ আছে। কারণ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চ্যালেঞ্জ জানাতে এখনো প্রস্তুত নন ট্রাম্প। সূত্র : লস অ্যাঞ্জেলেস টাইমস

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ২১, ২০১৭ ৩:৫২ অপরাহ্ণ