১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:২৩

যে গণস্রোত শুরু হয়েছে তা বন্ধ করা যাবে না: খন্দকার মোশাররফ

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি চেয়ারপারসন দেশে ফিরার পর যে গণস্রোত শুরু হয়েছে তা কোনোভাবেই বন্ধ করা যাবে না। আজ মঙ্গলবার দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিটিউশনে আলোচনা সভায় তিনি একথা বলেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।
খন্দকার মোশাররফ বলেন, তারেক রহমানের বিরুদ্ধে দেশি-বিদেশি নানা রকম ষড়যন্ত চলছে। যারা চায় না দেশ মাথা উঁচু করে দাঁড়াক। তাই তারা জাতীয়তাবাদী শক্তিকে ভয় পায় বলেই এই ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের জনগণ রুখে দাঁড়িয়েছে। সরকারকে উদ্দ্যেশ্য করে খন্দকার মোশাররফ বলেন, বিএনপি চেয়ারপারসন দেশে ফেরার পর যেই গণস্রোত শুরু হয়েছে তা কোনোভাবেই বন্ধ করা যাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার অধীনে কোনও সুষ্ঠু নির্বাচন হবে না। আপনি যদি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না দেন তাহলে দেশের জনগণ রাজপথে নেমে গণআন্দোলনের মাধ্যমে তাদের ভোটের অধিকার আদায় করবে।
খন্দকার মোশাররফ বলেন, সরকার আগামী নির্বাচনকে সামনে রেখে গোয়েন্দা সংস্থাকে দিয়ে একটি জড়িপ করিয়েছে। তাদের (গোয়েন্দা সংস্থা) তথ্য মতে আগামী নির্বচনে আওয়ামী লীগ ৪০টির বেশি আসন পাবে না। তাই তারা শক্তি দিয়ে জাতীয়তাবাদী নেতাদের জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন করে ২০১৪ সালের ৫ জানুয়ারি মতো আবারও একটি পাতানো নির্বাচন করতে চায়। কিন্তু জনগণ এই ধরনের নির্বাচন এ দেশের মাটিতে আর হতে দেবে না। তিনি বলেন, আমাদের নেত্রী আগামী নির্বাচনের আগে সহায়ক সরকারের রূপ-রেখা দিবেন। আমরা সেই রূপ-রেখার আলোকে নির্বাচন করার জন্য সরকারকে আহ্বান জানাব। যদি তা না মেনে নির্বাচন করতে চায়, তাহলে জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবার জন্য রাজপথে নেমে তা প্রতিহত করবে।
সাইফুল আলম নিরবের সভাপতিত্বে এবং সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ২১, ২০১৭ ৩:৪৩ অপরাহ্ণ