১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৬

চাচা এরশাদকে মেয়র পদে ভাতিজার চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক:

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জাপা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন তার আপন ভাতিজা আসিফ শাহরিয়ার। মঙ্গলবার দুপুরে শুভাকাঙ্খীদের সাথে নিয়ে আসিফ শাহরিয়ার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকারের কাছে তার মনোনয়নপত্র দাখিল করেন। দলীয় পরিচয়ে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবেই রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানালেন হুসেইন মুহাম্মদ এরশাদের এই ভাতিজা।

নাম না প্রকাশ করার শর্তে জাতীয় পার্টির একজন নেতা জানিয়েছেন-আসিফ শাহরিয়ার মূলত তার চাচা এরশাদকে চ্যালেঞ্জ করেই রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করলেন। আসিফ শাহরিয়ারের বাবার নাম মোজাম্মেল হোসেন লালু। এই মনোনয়নপত্র দাখিল করা নিয়ে জাপা নেতাকর্মীদের মধ্যে হতাশা আর গুঞ্জনের সৃষ্টি হয়েছে।

এদিকে শনিবার দুপুরে জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রেস ও পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় স্বাক্ষরিত এক বার্তায় বলা হয়েছে, এবারের রসিক নির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পার্টির চেয়ারম্যানের পক্ষ থেকে মোস্তাফিজুর রহমান মোস্তফাকে মনোনয়ন দেয়া হয়েছে।

বার্তায় আরো বলা হয়, আসিফ শাহারিয়ার যদি পার্টির চেয়ারম্যানের সিদ্ধান্ত অমান্য করে রসিক নির্বাচনে প্রার্থী হন কিংবা তার প্রার্থীতা প্রত্যাহার না করেন, তাহলে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে তাকে জাতীয় পার্টির প্রাথমিক সদস্য পদসহ সব পদ-পদবি থেকে বহিষ্কার করা হবে। রসিক নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীতার প্রশ্নে কোনো ধরনের বিভ্রান্তির অবকাশ নেই বলেও জানানো হয়েছে ওই বার্তায়।

দৈনিক দেশজনতা /এমএইচ

 

প্রকাশ :নভেম্বর ২১, ২০১৭ ৩:৪১ অপরাহ্ণ