নিজস্ব প্রতিবেদক:
বিশ্ব টেলিভিশন দিবস উদযাপন করলো টেলিভিশন প্রোডিউসার্স এসোসিয়েশন-টিপিএ। আজ মঙ্গলবার সকাল ১০টায় একুশে টেলিভিশনের সামনে থেকে টিপিএ’র উদ্যোগে আনন্দ র্যালি বের হয়ে এফডিসি পর্যন্ত সড়ক প্রদক্ষিণ করে পরে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন টেলিভিশন ক্যামেরাপার্সন এসোসিয়েশন-টিসিএ’র সভাপতি তানভীর হোসেন, ইলেক্ট্রোনিক মিডিয়া মার্কেটিং এসোসিয়েশন-ইমমা’র প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক মনিরুল ইসলাম মনি, ব্রডকাস্ট জার্নালিস্ট ও উপস্থাপক মঞ্জুরুল আলম পান্না, ভিডিও এডিটর এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য শওকত আলী রানা, আলী হাসান রুপম, টেলিভিশন প্রোডিউসার্স এসোসিয়েশন-টিপিএ’র সংগঠক কামরুজ্জামান রঞ্জু, জিটিভি’র নির্বাহী প্রযোজক অনন্ত জাহিদ, নাগরিক টিভির উষ্ণীষ চক্রবর্তী, এনটিভি’র প্রযোজক মৃণাল দত্ত, দীপ্ত টিভি’র প্রযোজক সাইদুর রহমান পাভেল, এটিএন বাংলার সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার আসলাম শিকদার, সময় টিভি’র প্রযোজক ইসরাফিল শাহীন, এশিয়ান টিভি’র প্রযোজক বাবুল আখতার, চ্যানেল টুয়েন্টি ফোরের প্রযোজক শামীম আহসান, বাংলা টিভি’র প্রযোজক শাওন রায় চৌধুরী, একুশে টিভি’র প্রযোজক সোহাগ মাসুদ, চ্যানেল নাইনের প্রযোজক সাজ্জাদ শুভ, যমুনা টিভি’র প্রযোজক সরকার পাপ্পু, একাত্তুর টিভি’র প্রযোজক আরিফুর রহমান, আরটিভি’র প্রযোজক আমীর খসরু , ইনডিপেন্ডেন্ট টিভির প্রযোজক রাশেদুল আহসান, প্রযোজক ও নাট্য নির্মাতা দীপু হাজরা, দুরন্ত টিভির আরাফাত সেতু, নিউজ টুয়েন্টিফোরের মেহমুদ খোকন, এসএটিভি’র প্রযোজক রেজা করিম রেজা, মাছরাঙ্গা টেলিভিশনের প্রযোজক কাজী জাহিদ, প্রযোজক বিকাশ সরকার,কাজী চপল ও মাসুদুল হাসান রনি প্রমুখ।
বক্তারা অবিলম্বে জাতীয় সম্প্রচার নীতিমালার বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানান। বিশ্ব টেলিভিশন দিবসে টিপিএ সকল শিল্পী, কলাকুশলী, বিজ্ঞাপনদাতা ও দর্শকদের শুভেচ্ছা জানান।
দৈনিকদেশজনতা/ আই সি