১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৩

পারিবারিক কলহের নির্মম শিকার আট মাসের শিশু

নিজস্ব প্রতিবেদক:

পারিবারিক কলহের নির্মম শিকার হয়েছে আট মাসের শিশু মাহিন। তাকে পিতা আপন মিয়া গলা কেটে হত্যা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল গ্রামে ঘটে এই ঘটনা।

জানা গেছে, নরসিংদী সদর উপজেলার চরএলাকা আলোকবালি ইউনিয়নের বাখরনগর গ্রামের বাবুল মিয়ার ছেলে আপন মিয়া পরিবার নিয়ে রায়পুরা উপজেলার মরজাল গ্রামের অর্চনা বেগমের বাড়িতে ভাড়া থাকতেন। তিনি রাজমিস্ত্রিসহ কৃষি শ্রমিকের কাজ করতেন। অভাব অনটনের সংসারে প্রায়ই তাদের সংসারে ঝগড়া বিবাদ লেগে থাকত। এলাকাবাসী জানান, মঙ্গলবার সকালে আপন মিয়া তার স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে শিশুপুত্র মাহিনকে গলাকেটে হত্যা করেন। পরে তিনি পালিয়ে যান।

খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থল থেকে গলাকাটা শিশুটির লাশ উদ্ধার করেছে। এছাড়া ঘটনার মূল কারণ উদঘাটনে শিশুটির মা মারুফা বেগম, দাদা বাবুল মিয়া ও চাচা স্বপন মিয়াকে আটক করেছে পুলিশ। রায়পুরা থানার উপ-পরিদর্শক আবুল কালাম জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে, শিশু হত্যার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সুষ্ঠু তদন্তে মাধ্যমে ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন এলাকাবাসী।

দৈনিক দেশজনতা /এমএইচ

 

প্রকাশ :নভেম্বর ২১, ২০১৭ ৩:৩৫ অপরাহ্ণ